শিশুর বিকাশের বিভিন্ন স্তরের নাম ও তাদের বয়সকাল এর ভাগ গুলি নিচে দেওয়া হলো যা আসন্ন প্রাইমারী টেট পরীক্ষার জন্য খুবই প্রয়োজনীয়
আর্নেস্ট জোনস, রুশো, পিকুনাস প্রমুখেরা মানুষের জীবন বিকাশকে বয়স অনুযায়ী বিভিন্ন ভাগে ভাগ করেছেন সেই স্তর ভাগগুলি নিচে দেওয়া হলো-
: আর্নেস্ট জোনস এর স্তর ভাগ :
| স্তরের নাম |
বয়সকাল |
| শৈশবকাল |
শিশুর জন্ম থেকে শুরু করে 5 বছর |
| বাল্যকাল |
5 বছর থেকে 12 বছর |
| কৈশোর বা বয়সন্ধিকাল |
12 বছর থেকে 18 বছর |
| পূর্ণ বয়স্ককাল |
18 বছর থেকে মৃত্যু পর্যন্ত |
: রুশোর স্তরভাগ :
| স্তরের নাম |
বয়সকাল |
| শৈশবকাল |
1 থেকে 5 বছর |
| বাল্যকাল |
5 থেকে 12 বছর |
| প্রাককৈশোর |
12 থেকে 15 বছর |
| কৈশোর |
15 থেকে 20 বছর |
: পিকুনাসের স্তরভাগ :
| স্তরের নাম |
বয়সকাল |
| প্রাকজন্মস্তর |
গর্ভসঞ্চার থেকে শুরু করে জন্মাবার পূর্বমুহূর্ত পর্যন্ত |
| সদ্যোজাত স্তর |
জন্মের সময় থেকে 4 সপ্তাহ পর্যন্ত |
| প্রারম্ভিক শৈশবস্তর |
1 মাস থেকে 1 বছর 6 মাস পর্যন্ত |
| প্রান্তিয় শৈশবস্তর |
1 বছর 6 মাস থেকে 2 বছর 6 মাস পর্যন্ত |
| প্রারম্ভিক বাল্য |
2 বছর 6 মাস থেকে 5 বছর পর্যন্ত |
| মধ্যবাল্য |
5 বছর থেকে 9 বছর পর্যন্ত |
| প্রান্তিয় বাল্য |
9 বছর থেকে 12 বছর পর্যন্ত |
| যৌবনাগম স্তর |
12 বছর থেকে 21 বছর পর্যন্ত |
| প্রাপ্ত বয়স্ক স্তর |
21 বছর থেকে 70 বছর পর্যন্ত |
| বার্ধক্য স্তর |
70 বছর থেকে মৃত্যু পর্যন্ত |